পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৩ মে, ২০২০

হোরেক রকোমের জামার সমাহার

Najifa Shop 01


Product Desiccation:

নয়া কাটে নতুন জামা

বর্ষার এই ঈদে উৎসবের আমেজ ও আরাম একই সঙ্গে পোশাকে তুলে আনার মতো কঠিন কাজটি করতে হয়েছে ডিজাইনারদের।

গরম বলেই স্লিভলেস বেশি চোখে পড়ছে। একই ডিজাইনে হাতাসহ এবং হাতা ছাড়া দুই ধরনের কালেকশনই আছে। শর্ট স্লিভ, কোয়ার্টার, সেমি কোয়ার্টার ও ফুল স্লিভ সব রকম হাতার কালেকশনই আছে।
ব্লাউজের সঙ্গে মিলিয়েও অনেকে কটি বানিয়ে নিচ্ছেন। পোশাকের সঙ্গে মিলিয়ে চুড়িদার, ডিভাইডার, পালাজ্জো, স্ট্রেইট প্যান্ট, ধুতি-সালোয়ার, সিগারেট প্যান্ট ও বেল বটম প্যান্ট থাকছে। সিঙ্গেল কামিজ বা টপসের জন্য আলাদা সালোয়ার ও প্যান্টের কালেকশনও রাখা হয়েছে। গরম বলেই ফ্যাব্রিকসে সুতি ও লিনেনের আধিক্য দেখা যাচ্ছে।
ছিমছাম ডিজাইনে উজ্জ্বল রং এবং হালকা নকশায় গর্জিয়াস আমেজ আনতে চেয়েছি। ফ্যাশন দুনিয়া এখন পোশাকে নিত্যনতুন কাটছাঁট নিয়ে ব্যস্ত। মুমু মারিয়ার ঈদ কালেকশনও তার ব্যতিক্রম নয়। সুতি-লিনেন ছাড়াও সিল্ক, মসলিন, শিফন কাপড়ে নকশা হয়েছে এবার ঈদে।
 

শনিবার, ১৬ মে, ২০২০

বিখ্যাত ব্যক্তিদের ৫০০০ টি উক্তি একবার হলেও আপনার পড়া উচিত

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
👍👍আজকে আমি আপনাদের জন্য একটি ৫০০০ বেশি উক্তির App নিয়ে হাজির হলাম। App টিতে ভালো ভালো উক্তি রয়েছে যা আপনার অনেক ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লেগেছে। উক্তি গুলো পড়ে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। 👈👈
👉👉 App টিতে যে ভালো ব্যক্তি গুলো উক্তি রয়েছে তারা হলো হুমায়ুন আহমেদ,রবীন্দ্রনাথ ঠাকুর, আইনস্টাইনের,এ পি জে আব্দুল কালাম, হযরত আলী (রাঃ),বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,মহানবী (সাঃ) এর উক্তি গুলো পড়ে আপনার মন মানসিকতার পরিবর্তন হতে পারে। 👇👇
Screenshots গুলো দেখেন
















বিঃদ্রঃ আপনার লেখা পোস্ট যদি TrickBD তে শেয়ার করতে চান আমাকে জানাতে পারবেন। আপনার করা Mode App,Mode Game, Books ইত্যাদি শেয়ার করতে পারবেন।
Post যদি কোথাও না বুঝে থাকেন কমেন্ট করবেন অথবা ফেসবুকে নক দিতে পারেন। আপনাদের জাবা সম্পর্কে কার কি সমস্যা আমাকে জানাতে পারবেন আমি সমাধান দেওয়া চেষ্টা করবো ইনশাআল্লাহ MD Shakib Hasan

এবার ঘরে বসে লাইভ ক্রিকেট, ফুটবল সহ দেশ বিদেশ এর মোট ৫০+ TV চ্যানেল, মুভি ডাউনলোড ও দেখতে পারবেন মাত্র 9.8Mb Apps দিয়ে। আর নয় Netflix, Amazon Prime ,,,

“আসসালামু আলাইকুম ”
কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভালো আছেন।
কিছু দিন আগে আমি একটা apps দিয়েছিলাম যেখানে লাইভ টিভি সব, মুভি দেখার ব্যবস্থা আছে।
সেই apps টা ভালোই সারা পেয়েছি।
অনেকের ফোনের র‍্যাম কম, ও যায়গা কম হওয়ার তারা apps এর Lite ভার্সন আনার কথা বলেছিল তাই আমি সেই apps এর লাইটার ভার্সন নিয়ে হাজির হলাম।

Apps Info


Apps name: DurbinLIVE Lite
Apps Size: 9.8MB
Android Required : 4.2.2

Apps এর ফিচার


1. Apps টি পূর্বের সার্ভার উপর তৈর তাই, পূর্বের apps যা যা আছে সেই গুলাই এই apps এ দেখতে পাবেন।
তবে লাইটার ভার্সন হওয়ায় কিছু option পাবেন না।
২. Apps এর ভিতরে দেশি ও বিদেশি মোট ৫০+ চ্যানেল আছে। এর সংখ্যা এখনো বাড়ানো হচ্ছে।
আপনি যে চ্যানেল দেখতে চান তা বল্লেই আমরা add করে দিবো
3. Lite ভার্সন অনেক smooth, ক্লিন ও কোল।
4. Apps থেকে লাইভ টিভি ছাড়া ও মুভি দেখতে ও ডাউনলোড করতে পারবেন। তাও আবার free তে। ( নতুন মুভির রিকুয়েষ্ট করতে আমাদের গ্রুপ এ যক্ত হোন। নিচে তার লিংক দেওয়া হয়েছে)
5. Movie download করার জন্য কত ওয়েব সাইটে ঘুরে ঘুরে জীবন শেষ করতে হবে না। Movie দেখতে পারবেন খুব ইজিলি,, সাথে ৪৮০p ৭২০p ১০৮০p কোয়ালিটি-তে
Apps এর কিছু স্কিনশর্ট






Apps টি ডাউনলোড Link
Link Google Drive
আমি রিকমেন্ড করবো ফুল ভার্সন এর জন্য
Full version link
এই Apps বিষয়ে মতামত ও পরামর্শ জানাতে যুক্ত হোন DurbinLive Official Facebook Group -এ
আপনাদের পছন্দ হলে মতামত জানাবেন। ধন্যবাদ

যাদের ফোনে HFR নেই তারা কিভাবে Mobile Legends [LUO YI] আপডেটে HFR Mode পাবেন

আমরা যারা Mobile Legends খেলি তাদের অনেকের মধ্যে একটা সমস্যা থাকে আর তা হলোঃ HFR Mode (High Frame Rate) থাকে না বা আগে ছিলো কিন্তু নতুন Update আসার পর চলে গিয়েছে। যার ফলে অনেকে ঠিকমতো খেলতে পারছে না বা অনেকে হয়তো খেলাই ছেড়ে দিয়েছেন। HFR না থাকলে গেমটা খেলতে যে কি বিরক্তিকর লাগে তা আমি ভালো করে জানি। আর তার সাথে যদি Toxic, Negative টিম পরে তাহলে কোন কথাই নেই এক কথায় Defeat নিশ্চিত।
তাই আজকে আমি আপনাদের কথা চিন্তা করে এ সমস্যার সমাধান নিয়ে এলাম। এই উপায়ে আপনাদের যাদের মোবাইলে HFR আসে না তাড়া খুব সহজে HFR Enable করতে পারবেন। তবে এটা Android 10 এ সাপোর্ট করবে কিনা তা বলতে পারবো না, আপনারা ট্রাই করে দেখতে পারেন।
তো বন্ধুরা টিউটোরিয়াল টা অনেক বড় তাই আমি এখানে দেখাতে পারবো না, ভিডিওতে দেখাতেই আমার ১০ মিনিট লেগেছে। তাই বন্ধুরা একটু কষ্ট করে নিচের লিংক থেকে ভিডিওটা দেখে নিন।
আর এই কাজে দুইটা Apps লাগবে নিচের লিংক থেকে আগে ডাউনলোড করে নিন।
১. MLBB HFR Clone App
২. HFR App
ডাউনলোড করা হয়ে গেলে এবার নিচের ভিডিওটা দেখে নিন। আশা করি ১০০% সমাধান করতে পারবেন। কারন আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে এটা তাদের মোবাইলে কাজ করেছে।
পরবর্তীতে নতুন আপডেট আসলে আমি আবার সেই আপডেটের জন্য HFR টিউটোরিয়াল শেয়ার করবো, তাই অবশ্যই আমার চ্যানেলটা SUBSCRIBE করে রাখবেন। কোনকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানান।

সহজেই খুজে পান ট্রিকবিডি এর সাপোর্ট টিম কে… যেকোন প্রয়োজনে আপনার পাশে :)

আসসলামুআলাইকুম,
ট্রিকবিডি এর গুরুত্বপূর্ন কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকেরেই অভিযোগ ছিলো ট্রিকবিডি টিম এর সাথে যোগাযোগ এর সহজ কোন উপায় নেই… তাই অনেক গুরুত্বপূর্ন বিষয়ে যোগাযোগের জন্য চেষ্টা করা হলেও কোন রেসপন্স পাওয়া যায় না।
সেই সমস্যা সমাধানে আপনাদের জন্য তৈরী করা হলো Trickbd Support Mailing System
যেটা পুরো  ট্রিকবিডি টিম মিলে নিয়ন্ত্রন করবে… সুতরাং যেকোন প্রয়োজনে বিস্তারিত তথ্য দিয়ে আপনার শুধু একটা মেইল করলেই হবে।  🙂
মেইল এড্রেস ~ support@trickbd.com
মেইল করার সময় নিচের কাঠামো টা ফলো করুন …
  • মেইলের সাবজেক্টে আপনার ট্রিকবিডি তে অবস্থান উল্লেখ করুন। যেমনঃ আপনি ট্রেইনার হলে সাবজেক্টে এ “[Trainer]” লিখে সাবজেক্ট লেখা শুরু করুন। যদিআপনার ট্রিকবিডি তে আইডি না থাকলে “[Visitor]” লিখুন
  • ট্রেইনার হওয়ার জন্য বা নতুন আইডি খুলার জন্য মেইলে আবেদন না করে পোষ্টের নিচের দিকে দেখুন
  • যেকোন ধরনের সমস্যা, সাজেশন[কীভাবে আমরা সাইট কে আরো এগিয়ে নিয়ে যেতে পারি] জানাতে মেইল করতে পারেন।
তাছাড়া ট্রিকবিডিকে আরো বেশী শিক্ষনীয় এবং স্মার্ট ওয়েবসাইট হিসেবে এগিয়ে নিতে ট্রিকবিডি টিম এ নতুন ৩ জন মানুষ যুক্ত হয়েছেন। যার ফলে ট্রিকবিডি তে কপি পেষ্ট, স্পাম , মানসম্মত নয় এরকম কন্টেন্ট এর পরিমান অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করা যাচ্ছে । ট্রিকবিডি টিম এর সাথে আপনার শুধুমাত্র উপরে দেয়া মেইল এর মাধ্যমেই যোগাযোগ করতে পারবেন ।
নতুন টিম মেম্বার দের লিষ্টঃ
নতুন ট্রেইনার এবং নতুন মেম্বার এড হওয়ার ব্যাপারেঃ
আমাদের প্রধান লক্ষ্য এখন ট্রিকবিডিতে মানসম্মত এবং কপি পেষ্ট মুক্ত কন্টেন্ট বাড়ানো । সুতরাং আপনি যদি মনে করেন আপনি কপি পেষ্ট মুক্ত পোষ্ট করে মানুষকে নতুন কিছু শেখাতে পারবেন তবে এখনি ট্রেইনার রিকোয়েষ্ট পাঠান নিচের লিংক থেকে
মেইলের মাধ্যমে ট্রেইনার এর জন্য আবেদন করতে হলে আপনার যে মেইল দিয়ে ট্রিকবিডি একাউন্ট খুলা সেই মেইল দিয়েই আবেদন করতে হবে। একজন এর পক্ষ থেকে অন্য কেউ আবেদন করতে পারবেন না  …আমরা এখন থেকে মেইল এ ট্রেইনার রিকোয়েষ্ট এর চাইতে আমাদের ওয়েবসাইটে ট্রেইনার রিকোয়েষ্ট করাকেই বেশীই প্রাধান্য দিবো]
Trainer request portal ~ https://trickbd.com/trainer-request
যদি আপনার ট্রিকবিডি তে কোন আইডি না থাকে তবে নিচের ফরম টা ফিল আপ করে রাখতে পারেন। কিছুদিন পর পর আমরা নতুন ইউজার নেই সুতরাং ফরম ফিল আপ করে আপনাকে ধৈর্য ধরে মেইল এর জন্য অপেক্ষা করতে হবে 🙂

আপনার জন্মসাল কি ২০০২ কিংবা ২০০৩? এইদিকে আসেন আপনার আইডি কার্ড নিয়ে যান!( নির্বাচন কমিশন ফেসবুক পেজে মেসেজ দিয়ে আর অধীর আগ্রহে বসে থাকতে হবেনা!)

আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স! আশা করি সকলেই ভালই আছেন।
যাদেরর জন্মসাল ২০০২ বা ২০০৩ তাদের প্রায় সবাই নিচের এই স্ক্রিনশট টা দেখেছেন! 
 
এই পপ আপ টা দেখে মন খারাপ হয়েছিল নিশ্চয়ই! এখন একটু হেসে নেন ভাই।আর মন খারাপ করতে হবেনা।এখন আমি আপনাদেরকে দেখাব কীভাবে খুব সহজেই আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড ডাউনলোড করতে পারেন সেই উপায়।
চলেন শুরু করি।
কয়েক ঘন্টা আগেই এক ভাই পোস্ট করেছেন এই ব্যাপারে কিন্তু ওনার পোস্টে দেখলাম ফেসবুক পেজে মেসেজ দিয়ে এনআইডি  কার্ডের নাম্বার সংগ্রহ করতে বলা হয়েছে। ফেসবুক পেজে মেসেজ দিয়ে সাথে সাথে রিপ্লাই পাওয়া তো দূরের কথা অনেক সময় এক দুইদিন পরে রিপ্লাই পেতে হয়!  ব্যাপারটা কিন্তু খুবই বোরিং! 
তাই আমি নতুন করে পোস্ট করতেছি যাতে করে সাথে সাথেই আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার টি পান এবং অনলাইনে আইডি কার্ড টা মূহুর্তের মধ্যেই ডাউনলোড করতে পারেন। 
তো আপনাদের যাদের জন্মসাল ২০০২ কিংবা ২০০৩ তারা আইডি কার্ডের নাম্বার পেতে প্রথমেই আপনার ফোনের মেসেজ অপশনে চলে যাবেন। এর পর নিচের ফরমেটে আপনার ভোটার স্লিপ নাম্বার ( ৮ ডিজিটের) এবং জন্ম তারিখ লিখে ১০৫  সেন্ড করবেন।(মেসেজ করতে কোনো টাকা লাগবে না!)
NID <form number > <date of birth >
Ex: NID 49004911 29-11-2003

সেন্ড করার কিছুক্ষণেরমধ্যেই আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার টি পেয়ে যাবেন।
পেয়ে গেলেন আপনি আপনার নাগরিকত্বের স্মার্ট কার্ডের নাম্বার!
এবার আগের পোস্টে দেখানো উপায়ে আইডি কার্ড ডাউনলোড করুন!
পূর্বের পোস্ট: এখানে ক্লিক করুন।
(আইডি নাম্বার যেহেতু পেয়ে গেছেন তাই ঐ পোস্টের আইডি নাম্বার সংগ্রহের ধাপটি স্কিপ করুন)   
তো ভাই? পেয়ে গেলেন খুব সহজেই আপনার আইডি কার্ড!
এবার আইডি কার্ড পেয়ে আপনার অনুভূতি কমেন্ট করে জানাতে ভুলবেন না! 😉
সকলের সুস্বাস্থ্য কামনায় এখানেই শেষ করছি ।
আল্লাহ হাফেজ💗
5 days ago (May 11, 2020)

About Author (13)

SAKHAWATSAKHAWAT
Author
★ ★ স্বপ্ন দেখি একটি নতুন বাংলাদেশের, যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হবে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন। ★ ★ || Facebook ||

68 responses to “আপনার জন্মসাল কি ২০০২ কিংবা ২০০৩? এইদিকে আসেন আপনার আইডি কার্ড নিয়ে যান!( নির্বাচন কমিশন ফেসবুক পেজে মেসেজ দিয়ে আর অধীর আগ্রহে বসে থাকতে হবেনা!)”

CPA Course Eligibility

Master of Commerce
The CPA course is considered as the ultimate qualification that has unlimited possibilities to show your potential in the accounting field. Listed below are the detailed benefits of CPA course.

Featured Post

হোরেক রকোমের জামার সমাহার

Najifa Shop 01 Product Desiccation: নয়া কাটে নতুন জামা বর্ষার এই ঈদে উৎসবের আমেজ ও আরাম একই সঙ্গে পোশাকে তুলে আনার মতো কঠিন কাজটি ...