পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৬ মে, ২০২০

আপনার জন্মসাল কি ২০০২ কিংবা ২০০৩? এইদিকে আসেন আপনার আইডি কার্ড নিয়ে যান!( নির্বাচন কমিশন ফেসবুক পেজে মেসেজ দিয়ে আর অধীর আগ্রহে বসে থাকতে হবেনা!)

আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স! আশা করি সকলেই ভালই আছেন।
যাদেরর জন্মসাল ২০০২ বা ২০০৩ তাদের প্রায় সবাই নিচের এই স্ক্রিনশট টা দেখেছেন! 
 
এই পপ আপ টা দেখে মন খারাপ হয়েছিল নিশ্চয়ই! এখন একটু হেসে নেন ভাই।আর মন খারাপ করতে হবেনা।এখন আমি আপনাদেরকে দেখাব কীভাবে খুব সহজেই আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড ডাউনলোড করতে পারেন সেই উপায়।
চলেন শুরু করি।
কয়েক ঘন্টা আগেই এক ভাই পোস্ট করেছেন এই ব্যাপারে কিন্তু ওনার পোস্টে দেখলাম ফেসবুক পেজে মেসেজ দিয়ে এনআইডি  কার্ডের নাম্বার সংগ্রহ করতে বলা হয়েছে। ফেসবুক পেজে মেসেজ দিয়ে সাথে সাথে রিপ্লাই পাওয়া তো দূরের কথা অনেক সময় এক দুইদিন পরে রিপ্লাই পেতে হয়!  ব্যাপারটা কিন্তু খুবই বোরিং! 
তাই আমি নতুন করে পোস্ট করতেছি যাতে করে সাথে সাথেই আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার টি পান এবং অনলাইনে আইডি কার্ড টা মূহুর্তের মধ্যেই ডাউনলোড করতে পারেন। 
তো আপনাদের যাদের জন্মসাল ২০০২ কিংবা ২০০৩ তারা আইডি কার্ডের নাম্বার পেতে প্রথমেই আপনার ফোনের মেসেজ অপশনে চলে যাবেন। এর পর নিচের ফরমেটে আপনার ভোটার স্লিপ নাম্বার ( ৮ ডিজিটের) এবং জন্ম তারিখ লিখে ১০৫  সেন্ড করবেন।(মেসেজ করতে কোনো টাকা লাগবে না!)
NID <form number > <date of birth >
Ex: NID 49004911 29-11-2003

সেন্ড করার কিছুক্ষণেরমধ্যেই আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার টি পেয়ে যাবেন।
পেয়ে গেলেন আপনি আপনার নাগরিকত্বের স্মার্ট কার্ডের নাম্বার!
এবার আগের পোস্টে দেখানো উপায়ে আইডি কার্ড ডাউনলোড করুন!
পূর্বের পোস্ট: এখানে ক্লিক করুন।
(আইডি নাম্বার যেহেতু পেয়ে গেছেন তাই ঐ পোস্টের আইডি নাম্বার সংগ্রহের ধাপটি স্কিপ করুন)   
তো ভাই? পেয়ে গেলেন খুব সহজেই আপনার আইডি কার্ড!
এবার আইডি কার্ড পেয়ে আপনার অনুভূতি কমেন্ট করে জানাতে ভুলবেন না! 😉
সকলের সুস্বাস্থ্য কামনায় এখানেই শেষ করছি ।
আল্লাহ হাফেজ💗
5 days ago (May 11, 2020)

About Author (13)

SAKHAWATSAKHAWAT
Author
★ ★ স্বপ্ন দেখি একটি নতুন বাংলাদেশের, যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হবে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন। ★ ★ || Facebook ||

68 responses to “আপনার জন্মসাল কি ২০০২ কিংবা ২০০৩? এইদিকে আসেন আপনার আইডি কার্ড নিয়ে যান!( নির্বাচন কমিশন ফেসবুক পেজে মেসেজ দিয়ে আর অধীর আগ্রহে বসে থাকতে হবেনা!)”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

হোরেক রকোমের জামার সমাহার

Najifa Shop 01 Product Desiccation: নয়া কাটে নতুন জামা বর্ষার এই ঈদে উৎসবের আমেজ ও আরাম একই সঙ্গে পোশাকে তুলে আনার মতো কঠিন কাজটি ...